কমিউনিজমের অবসান আর স্নায়ুযুদ্ধের যবনিকাপাতের সাথে এটা পরিষ্কার হয়ে যায় যে বিজয়ী পক্ষ কারা। মার্কিন ও পশ্চিমা প্রভাব সারা পৃথিবীতেই মুক্তভাবে ছড়িয়ে পড়ে।
ইডিয়ট বক্স
টিভি-ফিল্মের প্রপাগান্ডা ব্যবহারে দুই পরাশক্তির কেউই পিঁছিয়ে থাকেনি। আগের যুগে নাৎসি ও স্তালিনী রেজিম যদি প্রপাগান্ডার মাস্টার হয়ে থাকে, তো এবার টিভি দিয়ে তাদের টেক্কা দেয়াটা কেবল মার্কিন-সোভিয়েতেরই সাজে!
আধুনিক জাতিরাষ্ট্র
একটি রাষ্ট্র কিভাবে রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়? এটা আসলে একটা ক্লাবে ঢোকার মত। এক্সক্লুজিভ ক্লাব। চাইলেই আমি আপনি নিজেদের প্রাইভেটলি ওনড জায়গাজমি নিয়ে নতুন একটা স্বাধীন দেশ ঘোষণা করলাম, আর অন্যান্য সকল রাষ্ট্র আমাদের বাহবা দিয়ে তাদের ক্লাবে ঢুকিয়ে নেবে, এ এত সহজ নয়।


