টিভি-ফিল্মের প্রপাগান্ডা ব্যবহারে দুই পরাশক্তির কেউই পিঁছিয়ে থাকেনি। আগের যুগে নাৎসি ও স্তালিনী রেজিম যদি প্রপাগান্ডার মাস্টার হয়ে থাকে, তো এবার টিভি দিয়ে তাদের টেক্কা দেয়াটা কেবল মার্কিন-সোভিয়েতেরই সাজে!
হার্বার্ট হুভার ও ক্ষুধার্ত রাশিয়া
শিশুদের কংকালসার অবস্থা দেখে তাদের চক্ষু চড়কগাছ! শুধু যে দু্র্ভিক্ষপীড়িত এরা তা নয়, অনেক ভুগছে মরণব্যাধি টাইফাসে। এসকল শিশুদের দিয়েই ক্লান্ত গলার স্বাগতম গীতি গাওয়ালো আশ্রমের সরকারী কর্মচারীরা। ভেজা চোখে অন্যদিকে চাইলেন এআরএ কর্মকর্তা বিল শ্যাফ্রথ ও তার সহকর্মীরা।


