মোঙ্গল শাসকরা তাঁদের ধর্মীয় সহনশীলতা ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির জন্যই ইতিহাসবিদদের কাছে এখন বেশি স্বীকৃতি পান। পরবর্তী ওসমানী তুর্কী ও ভারতের মোঘলরাও সে ঐতিহ্যের ধ্বজাধারী।
বাঙ্গালীর দাসপ্রথা
এখন বলি বাঙ্গালী কখন নিজে হয়েছে দাসের মালিক। ঐযে কেপ টাউনের কথা বললাম, সেখানেই কিছু কিছু বঙ্গীয় মুক্তি-অর্জনের পরে নিজেই স্বদেশ-বিদেশ থেকে আনা দাস ক্রয় করত। সেটা ১৭০০ থেকে ১৮০০ সাল পর্যন্ত একশ’ বছরেরও বেশি সময় ধরে।


