টিভি-ফিল্মের প্রপাগান্ডা ব্যবহারে দুই পরাশক্তির কেউই পিঁছিয়ে থাকেনি। আগের যুগে নাৎসি ও স্তালিনী রেজিম যদি প্রপাগান্ডার মাস্টার হয়ে থাকে, তো এবার টিভি দিয়ে তাদের টেক্কা দেয়াটা কেবল মার্কিন-সোভিয়েতেরই সাজে!
সমাজতন্ত্রী শিল্পায়নের সমাজতান্ত্রিক জটিলতা
মার্কিন সাহায্যে লব্ধ স্তালিনী শিল্পায়নের জন্য যে সোভিয়েত জনগণকে মূল্য দিতে হয়নি তা কিন্তু নয়! মার্কিন প্রকৌশলীদের উচ্চ বেতন দেয়া হত কিভাবে, সেটা আন্দাজ আছে কারো?


