আজ আমরা লাইভ টিভি দেখে অভ্যস্ত। বিশ ও ত্রিশের দশক ছিল লাইভ রেডিওর স্বর্ণযুগ। ১৯২২ সালে আমেরিকায় সর্বপ্রথম রেডিও স্টেশন চালু হয়। জ্যাজ-ব্লুজ-ক্লাসিকালের মত মিউজিক বাজত তাতে। এমনকি লাইভ ব্রেকিং নিউজ হত। ব্রিটেনে ১৯২৩ সালে বিবিসি প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একই বছর জার্মানিতেও রেডিও শুরু হয়।


