টিভি-ফিল্মের প্রপাগান্ডা ব্যবহারে দুই পরাশক্তির কেউই পিঁছিয়ে থাকেনি। আগের যুগে নাৎসি ও স্তালিনী রেজিম যদি প্রপাগান্ডার মাস্টার হয়ে থাকে, তো এবার টিভি দিয়ে তাদের টেক্কা দেয়াটা কেবল মার্কিন-সোভিয়েতেরই সাজে!
রেডিওর জয়যাত্রা
আজ আমরা লাইভ টিভি দেখে অভ্যস্ত। বিশ ও ত্রিশের দশক ছিল লাইভ রেডিওর স্বর্ণযুগ। ১৯২২ সালে আমেরিকায় সর্বপ্রথম রেডিও স্টেশন চালু হয়। জ্যাজ-ব্লুজ-ক্লাসিকালের মত মিউজিক বাজত তাতে। এমনকি লাইভ ব্রেকিং নিউজ হত। ব্রিটেনে ১৯২৩ সালে বিবিসি প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একই বছর জার্মানিতেও রেডিও শুরু হয়।
তথ্যবিপ্লব ও প্রথম বিশ্বযুদ্ধ
স্বাক্ষরতা, প্রযুক্তি, নতুন সাংবাদিকতা ও সংবাদমাধ্যম, কাগজের মাস প্রডাকশন, প্রিন্টিং প্রেসের অগ্রগতি — ইত্যাদি মাস কমিউনিকেশন ও ব্রডকাস্টিং জগৎকে পুরো বদলে দেয়। বলতে পারেন, খবরের ফাস্ট এন্ড ফিউরিয়াস নেচার শুরু হয়ে যায়। বিশ্বব্যাপী সংঘাত সৃষ্টিতে এই দ্রুত ও পার্সোনাল লেভেলের যোগাযোগ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


