সিন্তে নাচ

পশ্চিম আফ্রিকার জনগোষ্ঠী রাজনৈতিকভাবে বিশাল সাফল্য হয়ত নানাবিচারে দেখাতে পারেনি (ব্যতিক্রম আছে!), কিন্তু সঙ্গীত-নৃত্য-বাদ্যে বিশ্বের অনেক সংস্কৃতিকেই হার মানাবে।
আলি ফার্কা তুরে, ইউসু ন্দুর প্রমুখ সম্বন্ধে সম্ভবত আগে লিখেছি। আজকে দিলাম সিন্তে নাচের একটা ভিডিও।
গিনি ও অন্যান্য পশ্চিম আফ্রিকার দেশে সেলেব্রেটরি ড্যান্স হিসাবে সিন্তের রিচুয়াল পারফরম্যান্স হয়। আমাদের ‘সভ্য’ সংস্কৃতির মত নু্য়ান্সড জেসচার হয়ত নাই, কিন্তু কয়েক রকম রিপিটিশনের মধ্যে প্রচন্ড অ্যাথলেটিক একটা নাচ। এর মধ্যে ব্রাজিলের সাম্বারও একটা প্রতিচ্ছবি দেখতে পাই।
এ ভিডিওটি পরিবেশন করেছে ওহাইও বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান ডান্স অনসম্বল, সাথে ঘানার ড্রামবাদক দল আজাগুনো।
আজকের পলিটিকাল কারেক্টনেসের যুগে কালোর ড্যান্স সাদা কেন করবে, এশিয়ানের রোল কেন কালো করবে না, ইত্যাকার নানাপ্রকার ভজঘট লজিক দাঁড়া হয়েছে।
আমার হিসাবে এসকল ঐতিহ্য সমগ্র মানবসভ্যতার সম্পদ। সবার এতে অংশীদারিত্ব কম নয়। আমার ভাষা শিখে একটা কালো মানুষ যদি একটা গান করে, আমার গর্বিত হবার কথা।
পলিটিকাল কারেক্টনেস পরিহার করে মনটাকে একটু উদার করুন। সবাইকে এনজয় করতে দিন!


আরও পড়ুন বিজ্ঞাপনের পর...




মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

close

ব্লগটি ভাল লাগলে শেয়ার করুন!